শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে আনসার-ভিডিপির দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণে অংশ নিচ্ছেন পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫৪ জন যুবক-যুবতী।
প্রশিক্ষণে বিভিন্ন সেশনে ক্লাস নিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক নাসিমা আক্তার, সহকারী প্রশিক্ষক সালমা আক্তার, আনোয়ার হোসেন, আনসার ভিডিপির পৃথিমপাশা ইউনিয়ন কমান্ডার আব্দুল মালেক, আনসার ভিডিপির দলনেতা মিয়াজান প্রমুখ।
নিরস্ত্র উক্ত প্রশিক্ষণে অংশ নেওয়া সদস্যদের সার্টিফিকেট ও সম্মানী ভাতা প্রদান করা হবে।