শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গতকাল ২৫শে জানুয়ারি রাত মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিবের বাসায় হামলা ও ভাঙচুর এবং তাহার ভাতিজাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার কারনে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দা, চাপাতি ও লাঠি, হাতুড়ি নিয়ে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব এর বাসাতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি তার ভাতিজা নাইমুল ইসলাম শাফি বাঁধা দিতে গেলে তাকে লাটি দিয়ে এলোপাথাড়ি মারধর করে এতে আহত হয় সে। স্থানীয় লোকজন তাহার চিৎকার শুনে তাকে উদ্ধার করে। ঘরের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কারণে ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করে সে সময় স্থানীয়দের বাঁধার মুখে পিছু হাটে।বাসাতে তাহার ভাতিজা ছাড়া কেউ ছিলোনা,অন্যরা সব ভেড়াতে গ্রামের বাড়িতে ছিলেন।
তাহার ভাতিজা নাইমুল ইসলাম সাফি বলেন,তারা এটা বলছে তর চাচা সাকিবুল হাসান রাজিব লন্ডনে বসে বড় বড় কথা বলে বিএনপির ও অন্তবর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে।এগুলা বন্ধ না করলে তার পরিনতি আরো ভয়াবহ হবে। সন্ত্রাসী রা মুখ বাধাঁ, হেলমেট পড়া ছিলো যার জন্য কাওকে চিহ্নিত করা যায়নি।
সাকিবুল হাসান রাজিবের পরিবারের জানান,থানায় তাৎক্ষণিক জানলে তারা কোন ভূমিকা নেয়নি।থানায় অভিযোগ করলেও অভিযোগ গ্রহণ করেনি কারণ একটাই আমাদের পরিবারের সদস্য রাজিব আওয়ামীলীগ এর রাজনীতি করে। এই মূহুর্তে আমাদের পরিবার সংকটাপন্ন অবস্থায় দিনযাপন করছি।