1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আলভারেসের ‘ডাবল টাচ’ রেফারিকে জানিয়েছিলেন কোর্তোয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : তখন মাঠে থমথমে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত সময়ে পেরিয়ে ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর আতলেতিকো মাদ্রিদের হয়ে সফল স্পট কিক নেন আলেকসন্দর সরলথ।
আর রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে। আতলেতিকোর হয়ে দ্বিতীয় শট নিতে এসেও সফল হন হুলিয়ান আলভারেস। কিন্তু ভিএআর বাধা হয়ে দাঁড়ায়।

আলভারেসের দুর্দান্ত শট গোলপোস্টের ওপরের বারে লেগে জড়ায় জালে। শুরুতে গোল হিসেবে ধরা হয়। তবে পরে বাধে বিপত্তি। জুড বেলিংহ্যামকে থামিয়ে দেন রেফারি। ভিএআরে চলতে থাকে আলভারেসের শটটির বিশ্লেষণ। খুব বেশি সময় অবশ্য লাগেনি। ততক্ষণে গোল বাতিল করেন রেফারি। পরে জানা যায় দুবার বল স্পর্শ করেছিলেন আর্জেন্টাইন তরুণ।

শট নেওয়ার সময় একটু পিছলে যায় আলভারেসের পা। তখনই দুবার বল স্পর্শ করার বিষয়টি খেয়াল করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। পরে তিনিই বিষয়টি অবহিত করেন রেফারিকে। এমনটাই ম্যাচ শেষে বলেছেন বেলজিয়ান এই তারকা।

কোর্তোয়া বলেন, ‘পেনাল্টি আসলে অনেকটা লটারির মতো। সে (আলভারেজ) পিছলে পড়েছিল, বলে দুবার পা লাগিয়েছিল। এটা তাই গোল হতে পারে না, কারণ বলে দুবার স্পর্শ করা যায় না। নিয়ম তো নিয়মই, তার কপাল খারাপ বলব। ’

‘সব কিছু খুব দ্রুত হয়েছে, তবে আমি বুঝতে পেরেছিলাম সব কিছু। উপলব্ধি করেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে, এ জন্যই রেফারিকে গিয়ে বলি। তারা পরে ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন যে সে দুবার স্পর্শ করেছে বল। ’

আলভারেসের গোল বাতিল হওয়ার পর রিয়ালের হয়ে গোল করেন বেলিংহ্যাম। এরপর আতলেতিকোর হয়ে গোল পান আনহেল কোরেয়া। আর রিয়ালের হয়ে ফেদে ভালভার্দে। তবে মার্কোস লরেন্তে ও লুকাস ভাসকেস ব্যর্থ হন। শেষে আন্টনিও রুডিগার সফল স্পট কিক নিতেই আনন্দে ভাসে রিয়াল। ৪-২ ব্যবধানে তারা নিশ্চিত করে শেষ আট।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..