শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : জয়ের পথেই ছিল চেলসি। ম্যাচ শেষের বাঁশি বাজতে বাকি কেবল দুই মিনিট। তখনই তারা হজম করল গোল। হাতছাড়া হয়ে গেল সুযোগও। চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার রাতে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবুর্গের মাঠে ৩-৩ ড্র করেছে শিরোপাধারী চেলসি।
ম্যাচে চেলসির শুরুটাও হয় দারুণ। দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে নেন টিমো ভেরনার। তবে বিরতির আগে তিন মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।
৬২তম মিনিটে ইংলিশ দলটিকে সমতায় ফেরান রোমেলু লুকাকু। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ভেরনারের দ্বিতীয় গোলে জাগে জয়ের আশা, গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা।
কিন্তু ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবার গোল খেয়ে সব আশা শেষ হয়ে যায় গত আসরের চ্যাম্পিয়নদের।