শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া থানাধীন পীরেরবাজার থেকে জাল টাকাসহ সাদেক আলী (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১লাখ ৬০ হাজার ৯শত টাকা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত সাদেক আলী কুলাউড়া থানার বিলেপাড় এলাকার তজুম্মুল আলীর ছেলে। এরআগে বুধবার (৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত সাদেকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।