শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। অনশনে যোগ দিয়েছেন আরও তিন শিক্ষার্থী। তাদেরকে নিয়ে অনশনকারীর সংখ্যা এখন ২৬। আজ রোববার দুপুরে এই তথ্য জানা গেছে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গত বুধবার বিকাল ৩টা থেকে অনশন শুরু করেন শাবির ২৪ শিক্ষার্থী। এর মধ্যে একজনের বাবা অসুস্থ হয়ে পড়ায় তিনি বাড়ি চলে গেছেন। বাকি ২৩ শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছিলেন।
এর মধ্যে গতকাল শনিবার রাতে শিক্ষার্থীরা গণঅনশনের হুমকি দেন। এরপর নতুন করে তিনজন শিক্ষার্থী অনশনে বসেন।
আগে থেকেই অনশনে বসা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। আজ রোববার সকাল অবধি ১৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ছিলেন। বাকিদের শাবি ক্যাম্পাসের আন্দোলনস্থলে স্যালাইন পুশ করা হচ্ছে।
গত ১৩ জানুয়ারি রাতে শাবিতে আন্দোলনের সূত্রপাত ঘটে। বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। এ আন্দোলনে শনিবার ছাত্রলীগ হামলা চালায়। পরদিন রোববার উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পুলিশ তাকে উদ্ধার করতে যায়। আন্দোলনকারীরা পুলিশকে বাধা দেন। এতে সংঘর্ষ বাঁধলে আহত হন অর্ধশতাধিক।
এরপর থেকে শিক্ষার্থীরা উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করেন।