শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : কেজিতে ৩০ টাকা বেশি দামে খোলা সয়াবিন তেল বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ায় ব্যবসায়ীকে নগদ ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৫ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযানকালে মেসার্স আবুল খায়ের ট্রেডার্সকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
আমার সংবাদকে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের রুখতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আমরা এখানে এসে দেখতে পাই প্রতিষ্ঠানটি খোলা সয়াবিন তেল ১৪৩ টাকা নির্ধারিত দামের চেয়ে ৩০ টাকা বেশি অর্থাৎ ১৭৩ টাকায় বিক্রি করছে। এখানে ৬০ ব্যারেল বা প্রায় ১২ হাজার লিটারের বেশি তেল মজুদ আছে। তাই প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটি তীর মার্কা এসব তেল মৌলভীবাজার থেকে নিয়ে এসেছে জানিয়ে সেখানেও অভিযান পরিচালনার কথা জানান এ কর্মকর্তা।