শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: আইপিএলে বুধবার দিনের একমাত্র ম্যাচে বেঙ্গালুরুকে ২৩ রানে হারিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে এসে আসরের প্রথম জয় তুলে নিয়েছে চেন্নাই।
শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাই ৪ উইকেটে স্কোরবোর্ডে তোলে ২১৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ৯৬ রানের ইনিংস খেলেন শিভব দুবে। এছাড়াও রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে ৫০ বলে ৮৮ রান।
জবাবে মহেশ থাকসিনা ও অধিনায়ক রবিন্দ্র জাদেজা নিয়মিত বিরতিতে উইকেট নিলে বেঙ্গালুরুর ইনিংস থামে ৯ উইকেটে ১৯৩ রানে। শাহবাজের ব্যাট থেকে আসে ৪১ রান। মহেশ চারটি এবং অধিনায়ক জাদেজা নেন ৩ উইকেট।