1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শিমুলিয়ায় ফেরিতে যানবাহনের চাপ স্বাভাবিক

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৪২১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় ফেরিতে যানবাহনের চাপ কয়েক দিনের তুলনায় স্বাভাবিক রয়েছে। আজ শুক্রবার সকালে যানবাহনের চাপ কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে।

তবে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের চাপ আগের মতোই বেশি রয়েছে। শিমুলিয়া ফেরি ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানিয়েছেন, শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌরুটে ১০টি ফেরি দিয়ে ২৪ ঘণ্টা যানবাহন পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ১৫৫টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। আগামীকাল শনিবার থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, গতকাল অফিস আদালত চালু থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছিল। কয়েক দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা কম। ফেরিঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..