শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি:শিশুদেরকে মন মননে গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহস্পতিবার শিশু শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণে এই নির্বাচন হয়।
সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ‘কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একযোগে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২০ জন প্রার্থী প্রতিদিন্ধীতা করে। স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ২২৫ জন শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এছাড়া নির্বাচন কমিশনার, পিসাইডিং ও পোলিং অফিসার এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ওই স্কুলের শিক্ষার্থীরাই।
এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ফলে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়।