1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

৮ বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৪১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: আট বছরের লম্বা সময় পর টেস্ট দলে ফিরলেন এনামুল হক বিজয়। ইয়াসির আলি রাব্বির চোটের কারণে দলে ফেরার সুযোগ পান জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার বিজয়।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিজয়। লিগের ইতিহাসে রেকর্ড হাজার রানের বেশি করেই জাতীয় দলে ফিরলেন এনামুল।

২০১৩ সালের মার্চে টেস্টে অভিষেক হওয়া বিজয় মাত্র ৪ টেস্টে সবমিলে ৭৩ রান করার ‍সুযোগ পান। আট ইনিংসে ব্যাটিং করে যথাক্রমে ১৩, ১, ৩, ১৮, ৭, ২২, ৯, ও ০ রানে আউট হওয়ায় তার টেস্ট ক্যারিয়ার থমকে যায়।

২০১৪ সালের ১৩ সেপ্টেম্বরের পর কেটে গেছে ৮ বছর। দীর্ঘ বিরতির পর ফের টেস্টে ডাক পেলেন বিজয়। কিন্তু একাদশে জায়গা পাওয়া তার জন্য সহজ হবে না। মিডল অর্ডারে খেলতে হলে মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহানদের সঙ্গে লড়াই করতে হবে তাকে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, এনামুল হক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..