1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শমশেরনগরের ফাঁড়ি চা বাগানে চুরিতে বাঁধা দেয়ায় চৌকিদারের উপর হামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৯০ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি :: শমশেরনগরের ফাঁড়ি চা বাগানে চুরিতে বাঁধা দেয়ায় চৌকিদারের উপর হামলা

মৌলভীবাজারের কমলগঞ্জের ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের ফাঁড়ি দেওছড়াসহ আশপাশ বিভিন্ন চা বাগান থেকে কাঁচা চা পাতা চুরি হচ্ছে। চা পাতা চুরির সময়ে বাঁধা দেওয়ায় চুরদের সশস্থ হামলায় এক বাগান চৌকিদার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে চা শ্রমিকরা ৩ ঘন্টার কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৮টায় দেওছড়া চা বাগানের ১২ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

চা শ্রমিকরা জানান, দেওছড়া চা বাগানের পার্শ্ববর্তী রাঙ্গাটিলা (বৈদ্যনাথপুর) গ্রামের রফিক মিয়া (৩৫) তার ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ দল নিয়ে বৃহস্পতিবার সকালে ১২ নম্বর সেকশন প্রবেশ করে। সেখানে চা গাছের কঁচি চা পাতা উত্তোলন করে বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছিল। এ সময় চা বাগানের চৌকিদার সন্টু রবিদাস তাদের বাঁধা দেন। বাঁধা দেয়ার কারণেই রফিক মিয়া ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে সন্টু রবিদাস (৪৫) কে গুরুতর আহত করেন। খবর পেয়ে বাগানের অন্যান্য শ্রমিকরা গিয়ে গুরুতর আহত সন্টু রবিদাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দেওছড়া চা বাগান পঞ্চায়েত সম্পাদক ল²ী নারায়ন ও মহিলা শ্রমিক মায়া রবিদাস সহ চা শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বস্তির রফিক মিয়া, তার পরিবারসহ কয়েকজন লোক চা পাতা চুরি করতে আসে। তখন বাঁধা দেয়ায় চুর চক্র লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে সন্টু রবিদাসকে গুরুতর আহত করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় ৩শ’ চা শ্রমিক ৩ ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে স্থানীয় ইউপি সদস্য ও বাগানের স্টাফরা এসে দুই দিনের মধ্যে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করলে আমাদের কর্মসূচী প্রত্যাহার করা হয়। তারা আরও বলেন, বাগান থেকে প্রতিনিয়ত চা পাতা চুরি হচ্ছে এবং বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না।

অভিযোগ জানিয়ে চা বাগানের নারী শ্রমিক ফুলমতি রবিদাস, ল²ীমনি সিং, মালতি রবিদাস বলেন, চা বাগানের সেকশনে কঁচি পাতা তুলতে গিয়ে দেখা যায় বস্তির লোকজন দুইশ’, তিনশ’ কেজি চা পাতা তুলে নিয়ে গেছে। তখন আর ঠিকমতো পাতি উত্তোলন করা যায় না ও নিরিখ পুরো করতেও কষ্ট হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহন লাল রবিদাস বলেন, এঘটনার প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ রাখে ও বিচারের দাবি জানায়। বিষয়টি সামাজিকভাবে সমাধানের আশ্বাস দেয়ায় শ্রমিকরা কাজে যোগ দেয়। এব্যাপারে শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..