শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: জ্বালানির চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকার পরিকল্পনা মাফিক কাজ করছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি মনে করেন, আগামী ছয় মাসে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি।
শনিবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ওভারসিস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এর মিট দ্য প্রেসে এ কথা জানান তিনি।
সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক যোগাযোগ জরুরি বলে দাবি করেন সালমান এফ রহমান। রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা।
সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেনি বরং এ বিষয়ে অনেকের আগ্রহ আছে। তিনি আরও বলেন, এলএনজি আমদানি করে আমাদের দেশের নিজস্ব গ্যাসের সঙ্গে যোগ করে ব্যবহার করা হবে।