শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরীর দাবীর অন্দোলনে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় খাদ্য সহায়তা বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটিরসদস্য কমরেড সিকান্দর আলী। এ সময় বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড আব্দুল আহাদ মিনার, মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড তাপস ঘোষ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, আফরোজ আলী, জেলা যুবমৈত্রীর আহবায়ক সিরাজুল ইসলাম বুলবুল, দেওড়াছড়া চা বাগানের ওয়ার্ড সদস্য সিতাংশু কর্মকার, বাগান পঞ্চায়েত সভাপতি সুবোধ কুর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।
চা শ্রমিকদের চলমান আন্দোালনে সংহতি প্রকাশ করতে এবং চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির এই আন্দোলনে একাত্মতা জানাতে উপস্থিত বাংলাদেশের ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ বলেন চা শ্রমিকদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার জোর দাবী জানায়।
এদিকে মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর ব্যক্তিগত তহবিল থেকে মৃর্ত্তিঙ্গা চা বাগানসগ কয়েকটি চা বাগানে খাদ্য সহায়তা প্রদান করা হয়।