শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
মশাহিদ আহমদ :: মৌলভীবাজার এইড ইউকের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে স্থানীয় পৌর জনমিলন কেন্দ্রে আজ ১০ মে দুপুরে। প্রায় ৩শতাধিক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, দিনমজুর, শ্রমিকসহ গরীব ও অসহায় লোকজনদের মধ্যে এসব নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিতরন অনুষ্টানে মৌলভীবাজার এইড ইউকের বাংলাদেশ প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসাবে উপস্থিত ছিলেন- মিজানুর রহমান ( ভিপি মিজান), জাকির হোসেন উজ্জল, মাহবুব ইজদানী ইমরান, আব্দুলাহ মাহমুদ কোযেল, জালাল আহমদ, আব্দুল মুহিত, তুয়েল আহমদ ও ফয়সল আহমদ প্রমুখ।