1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আর নেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। দীর্ঘদিন ধরে ব্রঙ্কোনিউমোনিয়া রোগে ভোগা এই শিল্পী মঙ্গলবার ভোরে পরলোকে পাড়ি জমান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সুমিত্র সেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ২০২২ সালের ২১ ডিসেম্বর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়লে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
নিউমোনিয়া থেকেই তার শরীরে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
কিছুটা সুস্থ হলে গতকাল রাতে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু মঙ্গলবার ভোর চারটার দিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান প্রখ্যাত এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
রবীন্দ্রসঙ্গীতের দুনিয়ার সুমিত্রা সেন একটি পরিচিত নাম। তার দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে দারুন অবদান রেখেছেন। মায়ের পথে হেঁটে ছোট মেয়ে শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত চর্চা করে গেছেন। আর ইন্দ্রাণী সেন সব ধরনের গানে নিজের ছাপ ফেলেছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..