শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় কোয়াব আয়োজিত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগের ফাইনালে রেইনবো ওয়ারিয়র্স রতুলীকে হারিয়ে জুনিয়র ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নমান্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
কোয়াব বড়লেখা শাখার সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে ও কোয়াব সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভারপ্রাপ্ত ইউএনও জাহাঙ্গীর হোসাইন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি ইয়ারদৌস হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, জাতীয় দলের ক্রিকেটার আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ।