শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে ফরাসি ক্লাব পিএসজি। ইতোমধ্যেই প্রথম লেগ হেরে পিছিয়ে রয়েছে তারা। দ্বিতীয় লেগের ম্যাচের জন্য নিজেদের দল ঘোষণা করেছে পিএসজি, যেখানে ইনজুরির কারণে জায়গা হয়নি ব্রাজিলের তারকা ফুটবলারের।
প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্নের কাছে ১-০ গোলে হারে পিএসজি। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ৪-৩ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান নেইমার। সেই চোটের কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। আর সেজন্য তাকে ছাড়াই বাঁচা-মরার ম্যাচে মাঠে নামতে হবে পিএসজিকে।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারের না থাকাটা বড় চিন্তার কারণ গালতিয়েরের জন্য। তিনি বলেন, ‘নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। নেইমারের অনুপস্থিতির কারণে দুইজন মিডফিল্ডারের বদলে আমরা তিনজন মিডফিল্ডার এবং দুজন ফরোয়ার্ড নিয়ে যাব। নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য মোটেও হালকা বিষয় নয়, বড় ক্ষতির।’
ঘরের মাঠে পরাজয়ের পর বায়ার্নের মাঠে পিএসজির জয় পাওয়াটা সহজ হবে না। কঠিন এই ম্যাচে নেইমারের মতো তারকা ফুটবলার না থাকাটা আরও বড় ধাক্কা ফরাসি ক্লাবটির জন্য। বায়ার্নকে বিদায় করে পিএসজি পরের রাউন্ডে যেতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়।