শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবলে ফসলের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আকবর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকবর আলী (৬০) ওই গ্রামের মৃত আজিজুল্লাহর ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানা জানান, সকালে আকবর আলী বাড়ির পাশের হাওরে আউশ ধানের জমিতে কাজে যান। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তার কাছে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় কৃষকরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।