1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্রেমিকের টানে দক্ষিণ কোরিয়া থেকে ছুটে গেলেন তরুণী

  • আপডেট টাইম : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: সুদূর দক্ষিণ কোরিয়া থেকে ছুটে গিয়ে ভারতীয় প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন এক তরুণী। ধুমধাম করে শিখ রীতি মেনে বিয়ে করেন তারা। আপাতত উত্তরপ্রদেশের ফার্মহাউসেই সংসার পেতেছেন নবদম্পতি। হিন্দি ভাষা না জানলেও পাঞ্জাবি গানে মজে রয়েছেন সদ্য বিবাহিত দক্ষিণ কোরিয়ার তরুণী।
জানা গেছে, ২৭ বছর বয়সী তরুণীর নাম কিম বোহ-নি। বছর চারেক আগে দক্ষিণ কোরিয়ার একটি কফি শপের বিলিং কাউন্টারে কাজ করতেন তিনি। সেখানেই কাজ শুরু করেন উত্তরপ্রদেশের যুবক সুখজিৎ সিংও।
কফি শপ থেকেই একে অপরকে মন দেওয়া। মনের মানুষ কিমের সঙ্গে কথা বলতে কোরিয়ান ভাষাও শিখে ফেলেন সুখজিৎ। প্রায় চার বছর ধরে দক্ষিণ কোরিয়ার বুসানে লিভ ইন সম্পর্কে ছিলেন তারা।
কিন্তু সম্প্রতি মাস ছয়েকের জন্য ভারতে ফিরে আসতে হয় সুখজিৎকে। প্রেমিককে ছেড়ে আর থাকতে পারেননি কিম। দু’মাস পরেই ভারতে চলে আসেন তিনিও।অবেশেষে গত সপ্তাহে উত্তরপ্রদেশের একটি গুরুদ্বারে বিয়ে সেরে ফেলেন দু’জনে। একেবারে ভারতীয় সাজে ঝলমল করছিলেন দক্ষিণ কোরিয়ার কনে। শিখ রীতি মেনেই একে অপরের সঙ্গে জীবন কাটানোর প্রতিজ্ঞা করেন সুখজিৎ-কিম।
সুখজিৎ বলেন, ভারতীয় সংস্কৃতি খুব ভালো লাগছে তার। বিশেষ করে পাঞ্জাবি গান। এখানকার ভাষাও জানে না, কিন্তু স্থানীয় গানবাজনা খুব পছন্দ করে। তবে এখানে সবকিছুই তার কাছে নতুন আপাতত তিন মাসের ভিসা নিয়ে ভারতে এসেছেন কিম। তারপরে ফিরে যাবেন নিজের দেশে। সেখানেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছেন নবদম্পতি। তবে মাঝেমাঝেই ভারতে আসবেন তারা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..