বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে এ সংক্রান্ত একটি সভায় পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এনায়েত উল্যাহ বলেন, বিএনপি-জামায়াতের ডাকা রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
পরিবহন মালিক সমিতির মহাসচিব আরও বলেন, হরতাল-অবরোধে সারাদেশে ১২০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে ২২৫টি গাড়ি। আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের ন্যায় এবারও দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা।