শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি:বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৫ পরিবারকে বুধবার পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বৃটেন প্রবাসী সমাজসেবক ফাহমিদা আক্তার ইমার অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যাক্রমে নিসচা’ উপজেলার আরো ৩৫ অসচ্ছল পরিবারকে পবিত্র রমজান উপলক্ষে মানবিক সহায়তা স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করবে।
নিসচা’ বড়লেখা উপজেলা শাখার সহসভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও ক্রিড়া ভাষ্যকার আহমেদ নোমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও নিসচা’ উপদেষ্ঠা আব্দুর রব, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী (অনার্স) কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, থানার এসআই মাসুদ আহমদ, এসআই মাহবুব, নিসচা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।