রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :একুশের বিধানসভা ভোটে চণ্ডীতলা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়েছিলেন যশ দাশগুপ্ত। আদা-জল খেয়ে ভোট প্রচারের ময়দানে থাকলেও পরাস্ত হতে হয়েছিল অভিনেতাকে। এবার লোকসভা নির্বাচনের আবহে ফের একবার প্রার্থী যশ। আর সঙ্গীর সমর্থনে আসরে নেমেছেন খোদ বিদায়ী সংসদ নুসরাত জাহান। কোন কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন অভিনেতা?
বিষয়টি খোলসা করেই বলা যাক! এবার যশ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন-এর আগামী ভোটের প্রার্থী। শুক্রবার অর্থাৎ আজই নির্বাচন। সেখানে প্রযোজক বিভাগে নাম রয়েছে যশের। সম্প্রতি ‘সেন্টিমেন্টাল’ দিয়ে প্রযোজক হিসেবে সফর শুরু করেছেন অভিনেতা। আর ইম্পার মতো সংগঠনে আরও বেশি করে নবীন প্রজন্মের যুক্ত করার জন্যই যশ দাশগুপ্তকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন সভাপতি পিয়া সেনগুপ্ত। পিয়া-অনুপ পুত্র বনি সেনগুপ্তও এই প্রথমবার ইম্পায় ভোট দেবেন।
পিয়া জানালেন, যশের যেহেতু রাজনীতির ময়দানে নির্বাচন লড়ার একটা অভিজ্ঞতা রয়েছে, সেই প্রেক্ষিতেই অভিনেতাকে অনুরোধ করা হয়েছে। ইম্পার ভোট নিয়ে সম্প্রতি এক ঘরোয়া বৈঠক হয়।
যশের কথায়, তিনি এখন নতুন, তাই পুরো বিষয়টা ভালো করে জানবেন। সেই ঘরোয়া বৈঠকে যশের সমর্থনে উপস্থিত ছিলেন নুসরাত জাহান। অভিনেত্রীর কথায়, যশ ভোটে লড়ছে, ওকে সমর্থন করতেই এসেছি।