সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় চা শ্রমিকদের মাঝে এনজিও সংস্থ্যা জালালাবাদ ফাউন্ডেশন বুধবার বিকেলে ‘স্বাস্থ্য সম্মত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন প্রকল্পে’র উপকরণ বিতরণ করেছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রকল্পটির অর্থায়ন করেছে।
ইউএনও (ভারপ্রাপ্ত) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদের সঞ্চালনায় উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, যুগন্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুল রব, সুজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক মস্তফা উদ্দিন প্রমুখ।