সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ::ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার পঞ্চম দিন আজ। বিগত চার দিনের তুলনায় আজ কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ বেশ বেড়েছে।
আজ রোববার (৭ এপ্রিল) সকাল থেকেই ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে। লাইন ধরে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা। তবে টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবারও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিনা টিকিটে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ঈদযাত্রায় টিকিটের ব্যবস্থা শতভাগ অনলাইনে বিক্রির কারণে বিগত সময়ের মতো রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিড়ম্বনায় পড়তে হয়নি যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্টেশনে স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। তবে সেখানেও তেমন ভিড় নেই। সহজেই টিকিট কেটে গন্তব্যে যেতে পারছেন তারা।
ঈদযাত্রার পঞ্চম দিনেও অধিকাংশ ট্রেনই নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। শনিবার (৬ এপ্রিল) রাজশাহীর আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে যাত্রা করলেও আজ সঠিক সময়ে যাত্রা করেছে।
এ ছাড়া অন্যসব ট্রেনও শিডিউল মেনেই কমলাপুর ছাড়ছে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে। কমলাপুরে প্রতিটি ট্রেনই অনেকটা ফাঁকা ছিল, ফলে স্বস্তি নিয়ে নাড়ির টানে ছুটছেন যাত্রীরা। ঘরমুখী যাত্রীদের চোখেমুখেও উচ্ছ্বাস দেখা গেছে।
রাজধানীর কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে এবার ভাগ করে ছাড়া হচ্ছে ট্রেন। ফলে কমলাপুরে চাপ কিছুটা কম। যাত্রার পঞ্চম দিনে ৪২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে ২টি ঈদ স্পেশাল আন্তঃনগর ট্রেন।