1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টানা ৪৬ ম্যাচ অজেয় রইল লেভারকুসেন

  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ::চলতি মৌসুমে এখন অজেয় লেভারকুসেন। ঘরোয়া আসর কিংবা ইউরোপিয়ান প্রতিযোগিতা কোথাও কোনো হার নেই রূপকথার পথে হাঁটা লেভারকুসেনের। দুর্দান্ত এ ধারাবাহিকতায় বুন্দেসলিগার শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে জাবি আলনসোর দল। নিজেদের ইতিহাসে জার্মানির শীর্ষ লিগে এটা তাদের প্রথম ট্রফি।

এছাড়া তারা জায়গা করে নিয়েছে জার্মান কাপের ফাইনালে। ইউরোপা লিগেও এখনও টিকে আছে তারা। সেমিফাইনালে লেভারকুসেনের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট রোমা।

বর্ণীল এই পথচলায় পরশু তারা ২-২ গোলে ড্র করেছে স্টুটগার্টের সাথে।

বে অ্যারেনায় দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে হার এড়ায় জাবি আলনসোর দল। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ৪৬ ম্যাচে অপরাজিত লেভারকুসেন। ফুটবলের মাঠে অবিশ্বাস্য এক গল্পই লিখে চলেছে জার্মানির নতুন চ্যাম্পিয়নরা।

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অসাধারণ কাব্য লেখা নতুন কোনো গল্প নয় লেভারকুসেনের।

গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও যোগ করা সময়ের গোলে ১-১ গোলে ড্র করেছিল তারা। চলতি মৌসুমে এভাবে হার এড়ানো কিংবা জয় নিয়ে তারা মাঠ ছেড়েছে বেশ কয়েকবার। শেষ দিকে গোল করাটা তারা যেন অভ্যেস বানিয়ে ফেলেছে। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮৯ মিনিট কিংবা এরপর লেভারকুসেন গোল করেছে মোট ১৭টি। সত্যিই অবিশ্বাস্য!

বায়ার্ন মিউনিখের রাজত্বের অবসান ঘটিয়ে লিগ জয় নিশ্চিত করায় লেভারকুসেনের কাছে বাকী ম্যাচ গুলো শুধু নিয়মরক্ষার।

নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করার হাতছানিও অবশ্য আছে। বে অ্যারেনায় প্রথমার্ধটা শেষ হয় গোল শূন্য। দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে লেভারকুসেন। ৪৭ মিনিটে ক্রিস ফুহরিচ সফকারীদের এগিয়ে দেওয়ার পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনিজ উনদভভ।

দুই গোল হজমের পর আমিনে আদিল ৬১ মিনিটে লেভারকুসেনের হয়ে ব্যবধান কমান (২-১)। তাঁর গোলের পরও মৌসুমে প্রথম হার চোখ রাঙাচ্ছিল তাদের। কিন্তু মৌসুমটা যে লেভারকুসেনের। শেষ বেলায় গোল করে আবারও ম্যাচ বাঁচিয়ে ফেলল তারা। এবারের গোলদাতা রবার্ট এন্ডরিখ। জার্মান তারকার ৯৬ মিনিটে করা গোলে স্বপ্নের মতো কাটানো মৌসুমে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ডও অক্ষুণ্ন থাকল লেভারকুসেনের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..