বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা আজ সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিশেষ সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবু নাহিদ, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।
উপস্হিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, আশীদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি প্রমুখ।
বিশেষ সভায় আগামীকাল থেকে শুরু লকডাউন প্রতিপালন নিশ্চিতে এবং করোনা মোকাবেলায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।