1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভারতে করোনায় আরও ৮১৭ জনের প্রাণহানি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৭৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫ হাজার ২৮ জনের।

এ সময়ে দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৭৩৩ জন। এর আগে মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। এর পর থেকে টানা দুদিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭ লাখ মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন এর পেছনে ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ১৭ হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ মানুষ।

ডেস্ক রিপোর্ট :: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫ হাজার ২৮ জনের।

এ সময়ে দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৭৩৩ জন। এর আগে মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। এর পর থেকে টানা দুদিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭ লাখ মানুষ।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন এর পেছনে ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ১৭ হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ মানুষ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..