শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে মাকসুদ আহমদ শামীম (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলা শহরের লাইফ লাইন হাসপাতালের পাশে রাজ্জাক ভবনের ২য় তলা থেকে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মাকসুদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, রাজ্জাক ভবনের ২য় তলায় ভাড়া থাকতেন মাকসুদ আলম। আজ দুপুরে বাসার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ দেখতে পেয়ে বাসার মালিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যায়।
ময়না তদন্তের জন্য মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।