1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রাজনগর বনমালী পঞ্চেশরে বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলার বনমালী পঞ্চেশরে বিশ্ব জাকের মঞ্জিলের আশেকান অটোচালক কামাল মিয়ার উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি প্রতি বছরের ন্যায় উপজেলার বনমালী পঞ্চেশরে বিশ্ব জাকের মঞ্জিলের আশেকান অটোচালক কামাল মিয়ার বাড়িতে তার নিজ উদ্যোগে এবং এলাকার কতেক ধর্মপ্রাণ মুসল্লীদের সহযোগিতায় নানান প্রতিকুলতার মধ্যেও শাতাধিক লোক আর স্থানীয় হাফেজি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ মিলাদ মাহফিল সম্পন্ন করেন। সাধ্যমতো বিতরণ করেন সুস্বাদু তবারুক। ওয়াজ মাহফিল করতে না পারলেও সফলভাবে মিলাদ মাহফিল করতে পেরে খুশী কামাল মিয়া।

মিলাদ মাহফিল আয়োজক বিশ্ব জাকের মঞ্জিলের আশেকান অটোচালক কামাল মিয়া বলেন, আমি বিশ্ব জাকের মঞ্জিলের একজন আশেকান। আমার আয়ের টাকা থেকে সঞ্চয় করে বছরে একবার আল্লাহের নামে আমার সাধ্যমতো বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করি। নানান কারণে এ বছর ওয়াজ মাহফিল করাতে পারিনি, তাই মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এতেই আমি সন্তুষ্ট। কারো দুনিয়াবি সাহায্য সহযোগিতা আমি চাইনা। একমাত্র আল্লাহর সাহায্য যখন আসবে তখন আমার ভাগ্য পরিবর্তন হবে। আমি এই বিশ্বাস করি।

উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনগর উপজেলার বনমালী পঞ্চেশরের বাসিন্দা অটোচালক কামাল মিয়া (৫০) বিশ্ব জাকের মঞ্জিলের একজন আশেকান। অভাব অনটনের সংসারে স্ত্রী আর ২ মেয়েকে নিয়ে একমাত্র অটোরিক্সা চালিয়ে জীবিকা জীবিকা নির্বাহ করেন। সহায় সম্পদ বলতে দেড় শতক ভিটের উপর টিনসেটের ভাংঙ্গা ঘর। বর্ষা মৌসুমে ঘরটিতে মাথাগুজার ঠাই থাকেনা। এত অভাব অনটন থাকার পরও বিশ্ব জাকের মঞ্জিলের আশেকান কামাল মিয়া আল্লাহের রাস্তায় ব্যায় করতে কার্পন্য করেন না। সারা বছরে তিল তিল করে জমানো টাকা ও এলাকার ২/১ জনের সহযোগিতায় প্রতি বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখ তিনি এলাকায় ইসলামিক ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন। বিশ্ব জাকের মঞ্জিলের আশেকান হিসাবে এতেই তার মনের সদিচ্ছা, সখ বা খায়েশ পূরণ হয়। চলিত বছর বিভিন্ন কারণে ওয়াজ মাহফিলের আয়োজন করা সম্ভব হয়নি। তবুও থেমে থাকেননি এই আশেকান অটোরিক্সা চালক কামাল মিয়া। মিলাদ মাহফিল আয়োজনের মাধ্যমে জারি রাখার আপ্রাণ চেষ্টা করেছেন।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..