শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ওয়ানডে ক্যারিয়ারের ২১৯তম ম্যাচে মাঠে নেমেছেন তামিম ইকবাল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫২তম অর্ধশতক। জিম্বাবুয়ের দেয়া ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছেন বাংলাদেশ অধিনায়ক। অর্ধশতক তুলতে ৪৬ বল খেলেছেন। চারটি চার ও দুটি ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন।
মঙ্গলবার (২০ জুলাই) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় টাইগাররা। ৪৯.৩ বলে ২৯৮ রানে অল আউট হয় স্বাগতিকরা।
হারারে স্পোর্টিং ক্লাবে বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন তামিম ইকবাল ও লিটন দাস।
১৪ ওভার পর ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান। ৩৭ বলে ৩২ রান করে বিদায় নেন লিটন। তামিমের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফ উদ্দিন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, রায়ান বার্ল, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, ওয়েসলে মাধভের, সিকান্দার রাজা, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং ডোনাল্ড টিরিপানো।