1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে আরেকটি অভ্যুত্থান হবে: মাহিন

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা: পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে আরেকটি অভ্যুত্থান হবে বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।

রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

মাহিন বলেন, যদি ন্যায়বিচার না আসে, তাহলে আরেকটি অভ্যুত্থান হবে। আমরা জনশক্তিতে বিশ্বাসী; কোনো বিদেশি দালাল এজেন্সিতে থাকতে পারবে না। সরকারকে স্পষ্ট করতে হবে, তাদের ওপর কোনো এজেন্সির চাপ আছে কিনা। যদি চাপ থাকে তাহলে সরকারকে বলব, আপনারা জনগণের শক্তিতে বিশ্বাস রাখুন। জনগণ এসব এজেন্সি থেকে বেশি শক্তিশালী।

তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরও আমাদেরকে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য রাজপথে নামতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ডের বিচার করা একটি গণ দাবি। তবুও কেন আমাদের শাহবাগ অবরোধ করতে হবে! আজ দেশের ৬৪ জেলায় মানববন্ধন হচ্ছে। মানুষ চায় এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার হোক। ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কমিশন গঠন করা হয়েছে। সেখানে ২ এর (ঙ) ধারায় বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে, তারা দোষীই থাকবে। যারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদেরকে যদি দোষীই রাখা হয়, তাহলে পুনরায় তদন্ত করে কি লাভ?

মাহিন সরকার আরও বলেন, যারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন, তাদের চাকরি ফিরে পাওয়ার অধিকার রয়েছে। অসংখ্য বিডিআর সদস্য জেলের ভেতর বিনা বিচারে মারা গেছেন। মূলত তাদেরকে হত্যা করা হয়েছে। তিনি শেখ হাসিনাকে হত্যাকারী উল্লেখ করে তার অন্যান্য দোসরদের বিচার দাবি করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..