1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় নীতিমালার তোয়াক্কা না করে কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইটভাটা মালিকসহ বাসাবাড়ির মালিকরা। ফলে হাজার হাজার একর কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে আলী আহমদ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্র্যাম্যমান আদালত। ২৭ জানুয়ারি দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন। এসময় ওই এলাকায় মাটি কাটার সাথে জড়িত শ্রমিকরা এসিল্যান্ডের গাড়ি দেখে দৌড়ে পালায়। অভিযানে সহায়তা করেন কুলাউড়া থানা পুলিশের একটি দল।
দন্ডিত ব্যক্তি আলী আহমদ বলেন, রোকন আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন এক্সেভেটর মেশিন আমি চালাই। সেই গাড়ি দিয়ে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বাসাবাড়ির ভিটে ভরাটের জন্য সরবরাহ করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন বলেন, অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যে অবৈধভাবে মাটি কাটার বিভিন্ন অভিযানে ৬টি ট্রাক জব্দ ও হাজীপুরে এক ইটভাটা মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ বিধ্বংসী এমন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি কুলাউড়ার চাতলগাঁও এলাকায় মালিকানাধীন জমি ব্যবহার করে জোরপূর্বক মাটি পরিবহন করার বিষয়ে প্রতিবাদ করায় মাটি বিক্রি সিন্ডিকেট চক্রের হোতা ওই এলাকার বাসিন্দা হানিফ মিয়ার ছেলে মাহবুবুর রহমান ঝিনুক পৌরসভার মধ্য চাতলগাঁও এলাকার বাসিন্দা হুমায়ুন কবির পায়েল (৩৮) কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এলোপাতাড়ি কুপের কারণে পায়েলের বাম হাত ও পা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে পায়েল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, যারা জমির মাটি বিক্রি করছেন আর যেসকল ইটভাটায় মাটি যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বিশেষ করে চাতলগাঁও এলাকায় মাটি পরিবহনকে কেন্দ্র করে এক যুবক আহত হওয়ার ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়েছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..