1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করল যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক সামরিক উড়োজাহাজ অবৈধ অভিবাসীদের ভারতে নিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।

২০৫ ভারতীয় নাগরিককে নিয়ে সি-১৭ উড়োজাহাজটি ভারতীয় সময় রাত ৩টার দিকে টেক্সাসের সান আন্তোনিও থেকে উড্ডয়ন করে। কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ওই উড়োজাহাজে থাকা ভারতীয়দের পরিচয় তাদের সরকার নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত সবচেয়ে দূরবর্তী গন্তব্য। পেন্টাগন জানায়, টেক্সাসের এল পাসো ও ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে ফ্লাইটে পাঁচ হাজারের বেশি অভিবাসী ফেরত পাঠানো হবে।

ট্রাম্প গত সপ্তাহে অভিবাসন ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত ছয়টি উড়োজাহাজে লাতিন আমেরিকায় অভিবাসীদের পাঠানো হয়েছে। তবে মাত্র চারটি উড়োজাহাজ অবতরণ করতে পেরেছে, সবকটিই গুয়াতেমালায়।

কলম্বিয়ায় প্রথমে সামরিক দুটি উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের পাঠানো হচ্ছিল। তবে দেশটির প্রেসিডেন্ট উড়োজাহাজ দুটিকে অবতরণ করতে দেননি। এ নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচলাবস্থাও তৈরি হয়েছিল। পরে কলম্বিয়া নিজস্ব উড়োজাহাজে ওই অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর বলেন, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নেওয়ার ক্ষেত্রে মোদী ‘যথাযথ পদক্ষেপ নেবেন’। ব্লুমবার্গ নিউজ জানায়, ভারত ও যুক্তরাষ্ট্র ১৮ হাজারের মতো অবৈধ ভারতীয় অভিবাসীর তালিকা চিহ্নিত করেছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..