মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: চার দফা দাবি পূরণ না করার প্রতিবাদে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
গতকাল মঙ্গলবার চার দফা দাবি পূরণ না করার প্রতিবাদে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে।
আজ মঙ্গলবাল সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা সংবাদ সম্মেলননে লিখিত বক্তব্য বলছেন,দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাঁদের দাবি পূরণ করা হয়নি। ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে- অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম >>>>>>>>এর পর ৩য় পাতায়
পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয?ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান। এছাড়াও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আরো বড় কর্মসূচি পালন করবেন।
এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,আলহাজ্ব ফখরুল আলম, গোপেশ চন্দ্র দে.আব্দুর রাজ্জাক, শাহাব উদ্দিন বাবলু,জেলা নাগরিক কমিটি প্রতিনিধি,মোঃ মোস্তাফিজুর রহমান মুন্না,কেন্দ্রীয় সমন্বয়ক, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ,ছাত্রনেতা মো: মোস্তাকিন,মুক্তাধির বেগ জেলা সমন্বয়ক, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ, মৌলভীবাজার,মারুফা জান্নাত প্রমুখ।