1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন বাটলার

  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির দায় নিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দলটির সাদা বলের অধিনায়ক জস বাটলার।
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ইংলিশরা। এটিই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে ৩৪ বছর বয়সী বাটলারের বিদায়ী ম্যাচ।
আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাটলার। তিনি বলেন, ‘এটাই (বিদায় নেওয়া) আমার, দলের এবং (নেতৃত্বে) নতুন যে আসবে তার জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করি সে (নতুন অধিনায়ক) কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দলকে সঠিক পথে আনবে। ‘
বাটলার জানিয়েছেন, লাহোরে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার কারণেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু কি তাই, ইংলিশদের ফর্মের বাজে অবস্থা আরও আগে থেকেই। টুর্নামেন্ট শুরুর আগে তারা ভারতের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের শিকার হয়েছে।

নেতৃত্ব ছাড়ার কারণ ব্যাখ্যায় বাটলার বলেন, ‘এই টুর্নামেন্টে দলের ফলাফল আমার নেতৃত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং দুই হার এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া… আমার মনে হয়েছে, অধিনায়ক হিসেবে আমি হয়তো রাস্তার শেষ মাথায় পৌঁছে গেছি, যা লজ্জার। এই অবস্থায় খারাপ লাগাই স্বাভাবিক, তবে আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে এটি কেটে যাবে এবং আমি আমার ক্রিকেট উপভোগ করতে পারবো। ‘
২০২২ সালে ইয়ন মরগানের অবসরের পর ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব পান বাটলার। ওই বছরই তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংলিশরা। কিন্তু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হারে ইংল্যান্ড।
ইংলিশদের টানা বাজে পারফরম্যান্স ঠেকাতে ২০২৫ সালের শুরুতে টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে সাদা বলের দায়িত্ব দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ম্যাককালাম ও বাটলারের জুটি সাফল্যের দেখা পায়নি। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০টি সাদা বলের ম্যাচ খেলে ৯টিতেই হেরেছে তারা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..