1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক

  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ঈদ এলেই ঝিমিয়ে পড়া ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি যেন প্রাণ ফিরে পায়। সিনেমার সংশ্লিষ্টরাও ঈদ আমেজকেই তাদের সিনেমা মুক্তির মোক্ষম সময় মনে করেন। কারণ সারা বছর সিনেমা হলে দর্শক খরা গেলেও ঈদে দেশের হলগুলোয় দর্শকের আনাগোনা দেখা যায়। প্রতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অর্ধডজনেরও বেশি সিনেমা। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমায় নায়ককেই মুখ্য চরিত্রে দেখা যায়। নায়িকানির্ভর সিনেমা খুব একটা দেখা যায় না। তাতে কী? নায়িকারা তাদের রূপ লাবণ্য আর অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে চান। ঈদের সিনেমার নায়িকা হওয়ার দৌড়ে পিছিয়ে থাকতে চান না তারা । তাই এবারই নতুন করে ঈদ সিনেমায় অভিষেক হচ্ছে পাঁচ নায়িকার। তাদের মধ্যে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, তাসনিয়া ফারিণ, সুনেরাহ বিনতে কামাল, রিশিতা নন্দিনী শিমু।
তাসনিয়া ফারিণ
গত বছরই সিনেমায় অভিষেক হয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এ অভিনেত্রী। বাণিজ্যিক ঘরানার বাইরে এবারই প্রথম ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় কাজ করছেন। এটি দিয়েই ঈদের সিনেমার নায়িকা হতে যাচ্ছেন। এতে তিনি অভিনয় করছেন দুই নায়কের সঙ্গে। একজন হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অন্যজন শরিফুল রাজ। এটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই সিনেমাটি সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে ঈদেই মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা।
প্রার্থনা ফারদিন দীঘি
চলচ্চিত্রে নায়কিতে বেশ দর্শকের আস্থা অর্জন করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তার অভিনীত ‘জংলি’ সিনেমাটির প্রচারণা চলছে গত বছর থেকেই। সিনেমাটি গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। এতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এটিই হতে যাচ্ছে এ অভিনেত্রীর প্রথম কোনো ঈদ সিনেমা। এটি পরিচালনা করেছেন এম রাহিম। এ সিনেমায় আরও রয়েছেন শবনম ইয়াসমিন বুবলী।
সুনেরাহ বিনতে কামাল
এবারের ঈদে মুক্তি প্রাপ্ত সিনেমার মধ্যে বেশ আলোচনায় আছে ‘দাগি’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো। এর আগে সুরঙ্গ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এ ঈদেও তিনি তার অভিনীত ‘দাগি’ সিনেমায় দুই নায়িকা নিয়ে ফিরছেন। পুরানো সঙ্গী তমা মির্জার সঙ্গে এবার রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। এটি হতে যাচ্ছে সুনেরাহর প্রথম ঈদ সিনেমা। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। প্রচারণাও চলছে পুরোদমে। সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।
রিকিতা নন্দিনী শিমু
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবারের ঈদ তার অভিনীত সিনেমা ‘চক্কর ৩০২’। এটি গত বছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে। ঘোষণা দিয়েও মুক্তি পাচ্ছিল না। অবশেষে এ ঈদে মুক্তি পেতে যাচ্ছে এটি। সিনেমাটি দিয়ে প্রথমবার ঈদের নায়িকা হয়ে পর্দায় আসতে চলেছেন রিকিতা নন্দিনী শিমু। এরই মধ্যে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে, যা বেশ প্রশংসিত হয়েছে।
এছাড়াও ‘আতরবিবি লেন’ নামে একটি সিনেমা সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু। এটিও ঈদে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ সিনেমায় অভিনয় করেছেন ফারজানা সুমী। ঈদে সিনেমাটি মুক্তি পেলে এটি হবে এ নায়িকার প্রথম ঈদ সিনেমা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..