1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজারে অযত্নে পড়ে থাকা পামগাছ সৌন্দর্যকরনে প্রশংসায় ভাসছে বসুন্ধরা শুভসংঘ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলস্টেশনের পশ্চিম পাশে ব্যক্তি উদ্যোগে রোপিত অযত্নে বেড়ে উঠা চল্লিশটি পাম গাছের সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন করায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছে বসুন্ধরা শুভসংঘ।
গতকাল শুক্রবার সকাল ১১ টায় আনুষ্টানিক ভাবে স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ, বসুন্ধরা শুভ সংঘের মৌলভীবাজার জেলা ও কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের উপস্খিতি একটি সাইনবোর্ড স্থাপন ও র‍্যালীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সুধীজন বসুন্ধরা শুভ সংঘের এমন মহৎ উদ্যোগ গ্রহন করায় অভিনন্দন জানান।


সম্প্রতি শমসেরনগর স্টেশন এলাকায় ২০ বছর ধরে ৪০টি পামগাছের বেহাল দশা খবরটি নজরে আসলে পরগাছায় বিবর্ণ পামগাছের সৌন্দর্য বর্ধনে এগিয়ে আসে বসুন্ধরা শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখা। গত ২ ফেব্রূয়ারী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পামগাছের পরিস্কার কাজ শুরু হয় এবং টানা ১০ দিন ধরে শ্রমিকরা উঁচু পামগাছের গুড়া থেকে মগডাল পর্যন্ত পরিস্কার কাজ শেষে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ শুভ সংঘ মৌলভীবাজার জেলা শাখা
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ শুভ সংঘ মৌলভীবাজার জেলা শাখা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন,ব্যবসায়ী সৈয়দ মখলিছ আলী, নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ,শাব্বীর এলাহী,কালের কন্ঠের প্রতিনিধি সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান,জাকির হোসেন,মোঃ ইমদাদুর রহমান, ফাইয়ান আহমদ, মাসুম আহমদ ও মোনাইম খান প্রমুখ।
জানা যায়, ১৯৯৮ সালের দিকে শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রয়াত চেয়ারম্যান আবদুল মছব্বির রেলওয়ের কাছ থেকে কৃষিজমি বন্দোবস্ত নিয়ে স্থানটিতে পামগাছ লাগিয়েছিলেন। প্রথম দিকে গাছ থেকে কিছু ফল আহরণ করা হয়েছিল। পরে হয়তো বীজ থেকে তেল আহরণের প্রক্রিয়াজাত করতে সমস্যা তৈরি হয়, সেই থেকে ফল আহরণ থেমে যায়। গাছের প্রতি যত্ন, পরিচর্যাও আর তেমন করা হয়নি। তার পর থেকে গাছগুলো নিজের মতো করে বেড়ে উঠেছে । ফলে পামগাছের বীজ সেখানে মরা অবস্থায় পড়ে আছে। ৪০টি গাছের মধ্যে দু’টি গাছ মরে গেছে। বাকী পামগাছগুলো ২০-২২ বছর ধরে স্টেশনের একদিকে সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে দীর্ঘকাল পর বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে পামগাছগুলো ফিরে পেয়েছে যৌবন। সৌন্দর্যকরন করায় নজর কাড়ছে এলাকাবাসীসহ স্টেশনে আগতযাত্রীদের। স্টেশনের প্লার্টফমে বসলেই পম্চিম দিকে তাকালে পামগাছের দিকে চোখ পড়ে সবার। স্থানীয়রা খুবই খুশি বসুন্ধরা শুভ সংঘের নিজস্ব অর্থে এমন মহৎ উদ্যোগে।

স্থানীয় শমসেরনগর বাজারের ব্যবসায়ী সৈয়দ মখলিছ আলী বলেন, ‘ বসুন্ধরার এমন উদ্যোগ প্রশংসার দাবীদার। মরা পামগাছগুলো সংস্কারে প্রাণ ফিরে পেয়েছে।

শুভ সংঘের মৌলভীবাজার জেলা শাখা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব বলেন, বসুন্ধরা শুভ সংঘ ভালো কাজে সহযোগিতা করে আসছে। তার অংশ হিসাবে পামগাছ গুলোর পরিচর্চা করেছে।

কমলগঞ্জের সংস্কৃতিক কর্মী নুরুল মোহাইমিন মিল্টন বলেন, ‘রেল স্টেশনে আসলে চোখ পড়ে পামগাছগুলোর দিকে । দীর্ঘদিন জীর্ণ দশা হতে মুক্ত হচ্ছে হয়েছে গাছগুলো। সৌন্দর্য বধর্নে উদ্যোগ নেয়ায় বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানাই।’

শমশেরনগর লামাবাজার এলাকার বাসিন্দা তরুণ সমাজ ফাইয়ান আহমদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আমরা অভিভূত। এমন অনন্য কাজগুলোর সাথে আমরাও পাশে আছি।’
শমসেরনগর সহকারী স্টেশন মাস্টার সুব্রত কর বলেন, রেলওয়ে জমিতে লাগানো পামগাছ গুলো বসুন্ধরা শুভ সংঘের অথার্য়নে পরিস্কার করায় খুবই ভালো হয়েছে। স্টেশন থেকে সৌন্দর্য উপভোগ করবেন যাত্রীরা। বসুন্ধরা শুভ সংঘকে অভিনন্দন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..