মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : আইপিএলে কেকেআরের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ৩৬ বলে চারটি চার ও তিন ছক্কায় অপরাজিত ৫৯ রান করেছেন কোহলি ৷ এই ইনিংস খেলার পথে ৩৮ রান করার পরই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক হাজার রানের কীর্তি গড়েন। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে চারটি দলের বিপক্ষে এক হাজারের বেশি রান করলেন কোহলি। এর আগে দিল্লী ক্যাপিটালস(১০৫৭ রান), চেন্নাই সুপার কিংসের (১০৫৩ রান) ও পাঞ্জাব কিংসের (১০৩০ রান) বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন কোহলি।
নিজের ক্যারিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচটা কোহলি রাঙিয়েছেন নিজের মতো করেই। আইপিএলে ভিন্ন তিন দলের বিপক্ষে এক হাজার রান করার কীর্তি নেই কোন ব্যাটারের। দুই দলের বিপক্ষে আছে ডেভিড ওয়ার্নার (কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস) ও রোহিত শর্মার (কলকাতা নাইট রাইডার্স ও দিল্লী ক্যাপিটালস)। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাজার রান আছে শিখর ধাওয়ানের।
আইপিএলের প্রথম মৌসুম থেকেই আরসিবির হয়ে খেলছেন বিরাট কোহলি। এরইমাঝে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ৮ হাজার রান করেছেন এই তারকা।
কোহলির এমন অর্জনের দিনে জয় পেয়েছে আরসিবি। কেকেআরকে তাদের মাঠে উড়িয়ে দিয়েছে রজত পাতিদারের দল। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে অধিনায়ক আজিঙ্কা রাহানের ফিফটিতে ৮ উইকেটে ১৭৪ রান করে কেকেআর। জবাবে ফিল সল্টের বিধ্বংসী ফিফটির পর কোহলির অপরাজিত ৫৯ রানে ২২ বল বাকি থাকতেই সহজ জয় পেয়েছে আরসিবি।