বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা মরহুম আব্দুল রশিদ বাবু‘র রুহের মাগফিরাত কামনায় (রবিবার) ২৩ মার্চ বিকালে সিংকাপন মুনরাইজ কিন্ডারগার্টেন কে.জি স্কুলে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- খোলাফায়ে রাশেদীন ইসলামী সমাজকল্যাণ সংস্থা, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইনাম। বক্তব্য রাখেন-সাংবাদিক জাকির হোসেন, হাফিজ মুস্তাফিজুর রহমান লেবু, মো: সেলিম আহমদ, মো: আলমঙ্গীর হোসেন। দোয়া করেন- চার মৌজা জামে মসজিদ এর মোয়াজ্জিন ক্বারী রাজু আহমদ প্রমুখ।