বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরইকৃত একটি মাহেন্দ্র ব্রোরো পিকআপ গাড়ি উদ্ধারসহ তোফয়েল মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তোফায়েল মিয়া ওই এলাকার তুরুক মিয়ার পুত্র।
পুলিশ জানায়,আটকের পর তোফয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি মাহেন্দ্র বেøারো পিকআপটি জব্দ করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়িটি চুরি হয়। চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুনসহ থানার একটি টিম কাজ শুরু করে।
তিনি আরও জানান, আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শ্রীমঙ্গল থেকে গাড়ি চোর এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।