1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
করোনা আপডেট : ২৪ ঘণ্টায় ৩৮ জনরে মৃত্যু, শনাক্ত ২ হাজার ৩২৫

শ্রীমঙ্গলে ভূমির টাকা নিয়ে রেজিস্ট্রি করে না দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত

স্টাফ রিপোটার: শ্রীমঙ্গলে ভূমির টাকা বায়না নিয়ে উক্ত জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো বসতঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে আপন মামা মোঃ আব্দুছ সালামগংদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবং উভয় পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোঃ জালাল উদ্দিন এর অভিযোগ সুত্রে জানা গেছে- শ্রীমঙ্গল উপজেলার খারিজ্জমা গ্রামে আপন বোন সাইদা বেগম ও ভাগনা মোঃ জালাল উদ্দিন এর কাছ থেকে ১২০ (একশত বিশ) শতক ভূমি ২০ লক্ষ টাকা সাব্যস্থ করে বিগত ২০১৭ সালে লিখিত বায়নাপত্র এর মাধ্যমে ৫,৭০,০০০/টাকা বায়না গ্রহণ করেন মোঃ আব্দুছ সালাম। সেই বায়নাপত্রের সুবাদে ( জেলা- মৌলভীবাজার, থানা- শ্রীমঙ্গল, মৌজা- দক্ষিণটুকু, জেএল নং- ৮৭, এসএ খতিয়ান নং- ৪৯৭,৪৮৪,৫২৪,বি,এস,খতিয়ান নং-৩৮৯,২০৭,৮৯৭, এসএ দাগ নং- ১১৮৪, ১১৮২, ১১৮৫, ১১৮৬, ১১৮৭,বি,এস দাগ নং- ১১৯২,১১৯৭,১১৯৬,১১৯৮,১২০১,১৬২৯,১১৯৯,১২০০, জায়গার পরিমান ১২০ শতাংশ। ভাগনা মোঃ জালাল উদ্দিনগংদের তিনি দখল সমজিয়ে দিলে উক্ত ভূমিতে গাছ-গাছালিসহ ঘর নির্মাণ করেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ উক্ত জায়গা রেজিস্ট্রি করে না দেওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজন মীমাংসার উদ্যাগ গ্রহন করলেও সমাধান হয়নি। সর্বশেষ শ্রীমঙ্গলস্থ পানসি রেস্টুরেন্ট এর সামনে গত ১৮ জুলাই পূর্ব ঘটনার জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এ ব্যপারে জানতে চাইলে উক্ত জায়গায় দীর্ঘদিন যাবৎ বসবাসকারী আব্দুন নুর, মোঃ মনিরুল ইসলাম, সাইদা বেগম, মোঃ শাহজাহান মিয়াসহ একাধিক লোকজন বলেন- আমাদের কাছে লিখিত বায়নাপত্র রয়েছে। বায়নার টাকা ও সম্পত্তি আন্তসাৎ করার উদ্যাশ্যেই আব্দুছ সালাম, মাসুক মিয়া, সাজিদ মিয়াগংরা আমাদের বসতঘর ভেঙে দিয়েছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..