রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় হাজতে। এবার স্ত্রী শিল্পা শেঠিরও একই ঠিকানায় যাওয়ার উপক্রম। সোমবার ভারতের লখনৌয়ে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে ‘চুরাকে দিল মেরা’ খ্যাত অভিনেত্রী শিল্পা শেঠির বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তের তালিকায় আছেন শিল্পার মা সুনন্দা শেঠির নামও।
তাদের বিরুদ্ধে হজরতগঞ্জ থানায় এবং বিভূতি খন্দ থানায় দুটি মামলা দায়ের হয়েছে। দুটি মামলা দায়ের হওয়ার পরই আরও তৎপর হয়ে উঠেছে লখনৌ পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লখনৌ পুলিশের একটি দল শিগগিরই মুম্বাইয়ে গিয়ে শিল্পা ও তার মাকে জেরা করতে পারে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইওসিস ওয়েলনেস সেন্টার নামে একটি সংস্থা চালাতেন শিল্পা। উত্তরপ্রদেশে নানা জায়গায় এই নামে শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। সংস্থাটির চেয়ারম্যান শিল্পা নিজেই। আর ডিরেক্টর পদে আছেন তার মা।
তাদের বিরুদ্ধে অভিযোগ, আরও অনেক জায়গায় কোম্পানির শাখা খোলার নামে অনেক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন শিল্পা ও তার মা।