সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখার দাসের বাজার বৃহত্তর লঘাটি যুবসংঘ কার্যালয়ে ‘খাদ্য ব্যবস্থার রূপান্তর, মানুষের জন্য যুব উদ্ভাবন’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ও বৃহত্তর লঘাটি যুবসংঘের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর লঘাটি যুবসংঘের আহবায়ক ফখরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সদস্য সচিব সোয়েব আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা পুর্নেন্দু কুমার দত্ত, বৃহত্তর লঘাটি যুবসংঘের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাবেক অর্থ সম্পাদক আবুল খায়ের শিমুল, সদস্য মিজানুর রহমান, কয়েছ আহমদ বাবু প্রমূখ।