সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানে শান্তির নতুন যুগের প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। তবে কাবুলের রাস্তায় তালেবান যোদ্ধাদের টহলে শঙ্কিত দেশটির বহু মানুষ। তাদের অনেকেই ২০ বছর আগে মার্কিন আগ্রাসনের আগের তালেবান শাসনের কথা স্মরণ করছেন।
আফগান নাগরিকদের অন্যতম ভয় নারীদের নাগরিক অধিকার পাওয়া নিয়ে। আর এ ভয় থেকেবেড়েছে বোরকার চাহিদা। তালেবানের বিগত শাসনের সময় নারীরা বোরকা পরতে বাধ্য হতেন। আর এবার তারা আবারও কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীরা ছুটছেন বোরকার দোকানে। আর সেগুলোর দামও বেড়েছে অন্তত ১০ গুণ।
কাবুলের এক নারী মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে জানান, তাদের বাড়িতে এক বা দুইটি বোরকা আছে। সেগুলো তিনি, তার বোন এবং তার মা ভাগাভাগি করে পরতেন। তিনি বলেন, ‘বোরকা না থাকলে আমাদের বিছানার চাদর বা অন্য কিছুকে বড় স্কার্ফ বানিয়ে পরতে হবে।’