1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস পালিত

  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৯৫ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ শে আগস্টের ভয়াবহ নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শনিবার বিকাল ৫টায় ভানুগাছ বাজারস্থ দলীয় কার্যালয়ে ওই নারকীয় হত্যাকান্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আলোচকরা। বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা। সেই কালোথাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে উল্লেখ করেন আলোচকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেও সাবেক সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, সহ সভাপতি ছিদ্দেক আলী, অশোক বিজয় দেব ক্জাল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমদ, জুনেল আহমদ তরফদার, এড. মো. সানোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মন্নান, আব্দুল মছব্বির, খন্দকার আহমদ হোসেন, সাব্বির আহমদ ভূঁইয়া, রাসেল মতলিব তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।
এদিকে ২১ শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক রাসেল মতলিব তরফদারের সভাপতিত্বে শনিবার বিকাল ৩টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, সিলেট মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর ছাদ আলী প্রমুখ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..