1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে ফণিমনসা সাপ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সবজি বাজার থেকে একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।

গতকাল শনিবার দুপুরে শ্রীমঙ্গলের সবজি বাজারের কলাপট্টি থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, প্রায় ৪ ফুট লম্বা খয়েরি রঙের ফণিমনসা সাপটি কলার ছড়ি থেকে বেড়িয়ে এলে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে।

পরে ব্যবসায়ীরা শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেখান থেকে লোকজন এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব বলেন, পাহাড় থেকে কলার ছড়ি বাজারে নিয়ে আসার সময় সাপটি কলার ছড়ির সাথে চলে আসতে পারে।

সজল জানান, এটি মৃদু বিষধর সাপ। এরা গহীন বনে কলার ছড়ির ভাঁজে জড়িয়ে থাকে। আর সে কারণে কলাবাগান থেকে কলার সঙ্গে বাজারে চলে এসেছে সাপটি।

গতকাল বিকেলে সাপটি স্থানীয় বন্যপ্রাণী বিভাগের লোকজনকে সাথে নিয়ে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হয়েছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..