মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার তালেবানকে লক্ষ্য করে গাড়ি হামলা চালিয়েছে আইএস।
কাবুলের উত্তরাঞ্চলে শুক্রবার ওই হামলা চালায় আইএস জঙ্গিরা।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, পারওয়ান প্রদেশের চারিকার এলাকা থেকে হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে বেশ কয়েকজন আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া কয়েক জনকে আটক করা হয়েছে।
গাড়িবোমা হামলায় কয়েকজন তালেবান গুরুতর আহত হয়েছেন। আইএসবিরোধী অভিযানে তালেবানের সঙ্গে সংঘর্ষ হয় বলেও জানান জাবিহউল্লাহ মুজাহিদ।
১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে আইএসের সন্ত্রাসী হামলা বেড়ে গেছে।
পূর্বঞ্চলীয় প্রদেশ জালাবাদে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর আইএসের জঙ্গি হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।