1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন প্রশাসনের কাছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৫০ বার পঠিত

সৈয়দ আশফাক তানভীর :: ২৮ নভেম্বর অনুষ্টিতব্য কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য প্রার্থীরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।
১৮ নভেম্বর বৃহস্পতিবার পৌরমিলনায়তনে আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তাঁরা প্রশাসনের কাছে এ দাবী জানান। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি বলেন, কেউ নির্বাচনে জোর কিংবা প্রভাব খাটানোর চেষ্টা করা মানে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। এসব চিন্তা বাদ দিয়ে যারা (ভোটার) আপনাদের নির্বাচিত করবে তাদের কাছে যান। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিগুলো মেনে চলার নির্দেশ দেন। নয়তো লাল কিংবা হলুদ কার্ড পাবেন। এখানে কোন ধরনের ছাড় দেয়া হবে না। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন তৎপর রয়েছে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন।
স্বাগত বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল সাদেক কাউছার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবাল।
মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু, প্রভাষক মমদুদ হোসেন, হাবিবুর রহমান সালাম, একেএম নজরুল ইসলা, জাফর আহমদ গিলমান, সৈয়দ ইকবাল সালাম প্রমুখ।
উল্লেখ্য, কুলাউড়ায় ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬, সংরক্ষিত সদস্য পদে ১৬১ ও সদস্য পদে ৪৮৩ জনসহ মোট ৭০০ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..