শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার: ‘”আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্ণীতিকে না বলুন, “” এই শ্লোগান নিয়ে আজ ৯ডিসেম্বর,রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়। উক্ত দিবসে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক এর কার্যালয় এর সামন থেকে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলার সম্মানিত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম,জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড: মো. মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালী শেষে,দিল্লী রেস্টুরেন্ট এর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মৌলভীবাজার এর উপ পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, ইসলামি ফাউন্ডেশন এর উপ পরিচালক মোঃ আনোয়ারুল কাদির। এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আমাদের সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দ সমূহ উপস্থিত ছিলেন।